ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া এ দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিসও খোলা থাকবে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরুর কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
—ইউএনবি

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা