Tuesday, February 22nd, 2022, 7:41 pm

ফুটবল কোচ চরিত্রে প্রশংসা পাচ্ছে অমিতাভ

অনলাইন ডেস্ক :

অমিতাভ বচ্চন। বয়সকে জয় করে উড়ছেন তিনি এখনও। বলিউডে আজও তার নামে সিনেমা হিট করে। বৈচিত্রময় অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন তিনি। তার অভিনয়ে এখনও ভক্তরা বিনোদন পান, তৃপ্তি খুঁজেন। নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন বলিউড শাহেনশাহ। এবার আসছে তার নতুন সিনেমা ‘ঝুন্ড’। এরইমধ্যে শুক্রবার ১৮ ফেব্রুয়রি মুক্তি পেয়েছে ছবির গান ‘লাফদা জালা’। গানটি তিনদিনেই ৩৮ লাখেরও বেশি দর্শক দেখেছেন। মন্তব্য করেছেন ইতিবাচক। নাম ঘোষণার পর থেকেই শিরোনামে ছিল এই স্পোর্টস ড্রামা। এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। ‘ঝুন্ড’-এর টিজারে আভাস মিলেছিল মিউজিকে ভরপুর হবে ছবিটি। ‘ঝুন্ড’ পরিচালনার দায়িত্বে রয়েছেন মরাঠি পরিচালক নাগরাজ পপটলাল মঞ্জুল। ছবির গল্পে উঠে এসেছে নাগপুরবাসী ফুটবল কোচ বিজয় বারশের জীবনের গল্প। বস্তিতে বসবাসকারী একদল প্রতিভাবান ছেলেদের নিয়ে একটি ফুটবল দল গড়বেন বিজয়। সেইসব স্লাম ফুটবলারদের ঝুন্ড আসলে কেমনভাবে একজোট হয়ে, একটা টিম হয়ে উঠবে বিজয় বারশের হাত ধরে, তাই ফুটে উঠবে এই ছবিতে। বিজয়ের চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। জানা গেছে, ‘ঝুন্ড’ মুক্তি পাবে ৪ মার্চ।