বাংলাদেশকে ফাইজারের করোনা টিকার আরও ৬২ লাখ ডোজ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে তরুণ ও দুর্গম এলাকার মানুষের মাঝে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।
কোভ্যাক্সের আওতায় মার্কিন সরকার এ পর্যন্ত পাঁচ কোটি ৫১ লাখ ডোজ টিকা দিয়েছে। আগামী মাসে আরও কয়েক মিলিয়ন জোজ আসার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা’ফেইভ বলেন, সম্প্রতি ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা দেয়ার মাইলফলক অতিক্রম করায় আমরা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবনরক্ষাকারী টিকা সহায়তা অব্যাহত রাখবে এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ দেশের ৭০ শতাংশ মানুষকে পুরো ডোজ টিকা সম্পন্ন করতে সহায়তা করবে।
ভ্যাকসিন সহায়তার পাশাপাশি জাতীয় করোনা টিকাকরণ অভিযানে সহায়তা করার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্।
–ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক