Sunday, February 27th, 2022, 7:04 pm

নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন

নড়াইলে এক মাদক কারবারি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দেয়া হয়।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ শেখ (৪০) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোসলেম শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সকালে নড়াইল সদরের ফেদী গ্রামে শ্বশুর বাড়িতে মাদক বিক্রির সময় ৭৮ বোতল ফেনসিডিলসহ মাসুদ শেখকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে রবিবার আদালত এই রায় ঘোষণা করেন।

—ইউএনবি