সিলেটে মাদক সেবন নিয়ে আপত্তি করায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (৭৫) বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা। ঘটনায় তার ছেলে জসিম উদ্দিনকে (৩৫) আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আব্দুল আজিজ তার ছেলে জসিমকে মাদক সেবন না করতে বললে জসিম তার বাবাকে কুড়াল দিয়ে আঘাত করে।
স্থানীয়রা আজিজকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, আমরা ঘটনাস্থল থেকে জসিম উদ্দিনকে আটক করেছি। এখনও ঘটনার মূল কারণ জানা যায়নি। পুলিশ চেষ্টা করছে মূল রহস্য উদঘাটন করার।
–ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার