কক্সবাজারে চেপতামুরা বনাঞ্চলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় পেকুয়া উপজেলার গহীন পাহাড়ে একটি অবৈধ অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে র্যাব।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলু উপজেলার টইটং ইউনিয়নের দক্ষিণ গুদিকাটা এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, টইটং ইউনিয়নের চেপতামুরা বনাঞ্চলে অভিযান পরিচালনা করে প্রথমে দেলুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র কারখানার অবস্থান জানালে সেখানেও অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানে একটি লংশোর্টার ওয়ান বেরেলগান, দুটি থ্রিকোয়াটার, দুটি ওয়ানশোর্টার ছোট পিস্তল, অস্ত্রের বাটসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে অভিযানের সময় দেলুর এক সহযোগী পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
দেলু হত্যা, ডাকাতি ও জমি দখলের অন্তত সাতটি মামলার পলাতক আসামি ছিল।
—ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার