অনলাইন ডেস্ক :
দিন দুই আগেই ‘রাধে শ্যাম’-এর দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। প্রভাস ও পূজা হেগড়ের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। শুধু এই ছবি নয়, গেল কয়েক বছরে দক্ষিণ ভারতে বেশ কয়েকটি রোমান্টিক ছবি করেছেন পূজা। সামনে সালমান খানের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ও মুক্তি পাবে। তবে রোমান্টিক ইমেজ ভেঙে এবার অ্যাকশন অবতারে নিজেকে দেখতে চান পূজা। ‘রাধে শ্যাম’-এর প্রচারে এসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এবার অ্যাকশন চরিত্রে নিজেকে দেখতে চাই। ছোটবেলা থেকেই এ ধরনের চরিত্র আমার পছন্দ। আশা করি আমার অ্যাকশন ছবি অন্যান্যের অনুপ্রাণিত করবে।’ পূজা মনে করেন, গেল কয়েক বছরে পাওয়া ব্যাপক খ্যাতি তাঁকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে উদ্বুদ্ধ করছে, “আমি ক্যারিয়ারের এমন জায়গায় এসে পৌঁছেছি, যেখান থেকে এমন চরিত্র বাছাই করব, যা অভিনেত্রী হিসেবে আমাকে চ্যালেঞ্জ করবে। শুধু বাণিজ্যিক ছবিই নয়, এমন কাজ করতে চাই, যেখানে নিজের অভিনয়-দক্ষতা দেখানোর সুযোগ থাকে। ‘রাধে শ্যাম’ তেমনই একটি সিনেমা।” নতুন দুই হিন্দি ছবিতে পূজা কাজ করেছেন সালমান খান ও রণবীর সিংয়ের সঙ্গে। অভিনেত্রী মনে করেন, বড় তারকার সঙ্গে কাজ করলে তাঁর জনপ্রিয়তা আরো বাড়বে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু