অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার। এর আগে, সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় থেকেই গণপরিবহন বন্ধ হয়ে যাবে।
শনিবার রাতে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, সোমবার থেকে গণপরিবহন বন্ধ হলেও বুধবার পর্যন্ত খোলা থাকবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া সর্বাত্মক লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে শিল্প কারখানা ও ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে।

আরও পড়ুন
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা
জনসমর্থনে ব্যবধান ১.১ শতাংশ, বিএনপি ৩৪.৭ ও জামায়াত ৩৩.৬ শতাংশ
গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে দেশজুড়ে সরকারের ব্যাপক কর্মসূচি