অনলাইন ডেস্ক :
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গড়িয়েছে ১৩তম দিনে। ইউক্রেনের বিভিন্ন শহরে থেমে থেমে চলছে হামলা, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধের মাঠ থেকে সরে দাঁড়াতে রাজি নন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি সর্বশেষ একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘‘আমি লুকাইনি আমি কারও ভয়ে ভীত নই। (আমি থাকবো) যুদ্ধে জয়ের জন্য যতক্ষণ থাকতে হয়।’’ ইনস্টাগ্রামে পোস্ট করা করা হয় তার সেই ভিডিও। তিনি নিজের অফিস থেকে রাতের কিয়েভের দৃশ্যও দেখান ওই ভিডিওতে। মাত্র ১৭ বছর বয়সেই থিয়েটারে কৌতুক অভিনেতা হিসেবে জীবন শুরু করেন ভলোদিমির জেলেনস্কি। পরবর্তীতে কাজ করেছেন বেশ কয়েকটি টিভি সিরিজ ও সিনেমায়। শুধু তাই নয় প্রতিষ্ঠিত করেছেন ‘কাভারটাল ৯৫’ নামের নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও।

আরও পড়ুন
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮
নাগরিকদের ইরান ত্যাগের জরুরি নির্দেশ অস্ট্রেলিয়ার