Thursday, March 10th, 2022, 9:04 pm

হাজীগঞ্জে ১৭ কেজি গাঁজা জব্দ, নারী গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় এক নারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মজুমদার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাফিয়া বেগম (৩৫) একই বাড়ির আবুল কালাম প্রকাশ কালু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মজুমদার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি পরিত্যাক্ত বাথরুম থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সেখান থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো ইব্রাহীম খলিল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার মাফিয়া বেগমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

—ইউএনবি