চট্টগ্রামের পতেঙ্গায় শনিবার ভোরে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত আরও আটজন নিখোঁজ রয়েছেন।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ভোরে বন্দরের বহির্নোঙর এলাকায় বালুবাহী একটি জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ টিটু-১৪ ডুবে যায়। জাহাজটিতে মোট ১৩ জন নাবিক ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, এই ঘটনায় কোস্টগার্ড সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন