চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আট লাখ ৮০ হাজার শলাকা (পিস) সিগারেট ও ৪০ পিস ড্রাই টোবাকো জব্দ করেছে কাস্টম হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট। এসময় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ তৈয়ব ও মো. হারুন রশিদ।
বুধবার চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ মার্চ) রাত পৌনে ৮টায় এয়ার এরাবিয়ার জি-৯৫২২ নামের একটি ফ্লাইট শারজাহ থেকে আসে। এসময় নিয়ম অনুযায়ী যাত্রীদের লাগেজ স্ক্যানিং করার সময় যাত্রী মোহাম্মদ তৈয়ব ও মো. হারুনুর রশীদের ব্যাগ তল্লাশি করা হলে এসব অবৈধ মালামাল পাওয়া যায়। এর মধ্যে মোহাম্মদ তৈয়বের কাছ থেকে ২৪০ মিনি কার্টুন সিগারেট ও ৪০ পিস ড্রাই ট্যোবাকো এবং মোহাম্মদ হারুন রশীদের কাছ থেকে ২০০ মিনি কার্টনে ইজি ব্রান্ডের সিগারেট ও ২৫০ পিস ড্রাই ট্যোবাকো (পারফিউম সল্ট নিকোটিন) পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।
সালাউদ্দিন রিজভী জানান, শর্তসাপেক্ষে আমদানিযোগ্য উচ্চ শুল্কের এসব পণ্য বেআইনিভাবে বহন করে ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল। শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন
বিদেশে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ