যশোরে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ কর্মী নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুম্মান (২৮) টালিখোলা মাদরাসা এলাকার লিয়াকোট পাটোয়ারীর ছেলে। আহত আরিফ হোসেন শাকিল (২৮) বাবুর ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই দলের কয়েকজনের সঙ্গে রুম্মানের বিরোধ চলছিল।
পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে রুম্মান ও তার সহযোগী শাকিলের ওপর আট থেকে ১০ জন লোক হামলা চালালে গুরুতর আহত হন তারা।
পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুম্মানকে মৃত ঘোষণা করেন। শাকিল একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে।
—ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী