Saturday, April 2nd, 2022, 1:20 pm

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৫ হাজার ৩৫৯

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

২৪ ঘণ্টায় বিশ্ব করোনায় পাঁচ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা ৬১ লাখ ৪৭ হাজার ছাড়াল।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৯৩২ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৪৭ হাজার ৯৩৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি এক লাখ ৪০ হাজার ১৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮২ হাজার ৩৩৪ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৭৬ লাখ এক হাজার ৯০৭ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ৬১ হাজার ৬৭৯ জন পৌঁছেছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ২৫ হাজার ৭৭৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ১৮১ জনে।

এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৯ লাখ ২০ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৯ হাজার ৭৬৯ জন।