নগরীর বিজয় নগর এলাকায় ১৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আকরাম টাওয়ারের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন