Friday, July 2nd, 2021, 2:58 pm

রোববার থেকে বৃষ্টি কমবে

ছবি: মঈন আহমেদ

নিজস্ব প্রতিবেদক :

কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আগামী রোববার (৪ জুলাই) থেকে কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আষাঢ়ের মাঝামাঝি থেকে দেশজুড়েই ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। ফলে একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল গড়িয়ে বেলা ১২টা পার হলেও বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে প্রকৃতির এমন বৈরি আচরণে মানুষ বাধ্য হয়ে নিজ থেকেই ঘরবন্দী সময় কাটাচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, জলীয়বাষ্প নিয়ে আসা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।