অনলাইন ডেস্ক :
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ মাঠে গড়িয়েছে। প্রথম লেগেই সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। মঙ্গলবার রাতের ম্যাচে অলরেডসরা ৩-১ গোলে বেনফিকার মাঠ থেকে জিতে ফিরেছে। গত বুধবার রাতের ম্যাচে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে তাদের মাঠে গিয়ে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে। অন্য ম্যাচে ম্যানসিটি ঘরের মাঠে ১-০ গোলে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতেছে। ভিয়ারিয়াল ১-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। জিতেও ম্যানসিটি ও ভিয়ারিয়ালের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আগামী ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। এরপর ২৮ এপ্রিল সেমিফাইনালের প্রথম ও ৫ মে মাঠে গড়াবে দ্বিতীয় লেগের খেলা। সেমিফাইনালের ড্র কেমন হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। রিয়াল-চেলসি গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া দল খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ম্যানসিটির মধ্যে জয়ী দলের বিপক্ষে। অন্যদিকে লিভারপুল ও বেনফিকা গ্রুপ থেকে সেমিফাইনালে আসা দল পাবে ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখের গ্রুপ থেকে সেমিতে আসা দলকে। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আরও পড়ুন
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল
যুক্তরাষ্ট্র ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত