Friday, April 8th, 2022, 8:39 pm

ধর্মঘট প্রত্যাহার: ৩ দিন পর রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু

বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার করায় রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল তিনদিন পর শুক্রবার স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার রাতে পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, বাস মালিকদের সঙ্গে রংপুর জেলা প্রশাসন, মহানগর পুলিশের বৈঠকের পর শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বৈঠকে শ্রমিক ও মালিকদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হওয়ায় তারা আবার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে রংপুরে পরিবহন শ্রমিকরা কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘটে যান।

—ইউএনবি