জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের হাতিয়ায় পিকআপ-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৬ জন।
শনিবার (৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালীহাতির হাতিয়ায়এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথে হাতিয়ায় বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের থাকা এক নারীসহ তিনজন মারা যান। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা নারীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপের লোকও রয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও এক নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন