অনলাইন ডেস্ক :
আগামী ৬ থেকে ১২ই মে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের বাছাই। এরপর ২৩ মে থেকে ১জুন পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে হিরো এশিয়া কাপ। এই দুটি টুর্নামেন্টের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ১২ই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আবাসিক ক্যাম্প। এর আগে ১২ই এপ্রিল ম্যানেজার তারেক এ আদেলের নিকট খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে।
বাংলাদেশ দল:
বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, অসীম গোপ, নুরুজ্জামান নয়ন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মোহাম্মদ মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, মোহাম্মদ শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বী, প্রিন্স লাল সামন্ত, রাজু আহমেদ তপু, আবেদ উদ্দিন, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, আরশাদ হোসেন, রাকিবুল ইসলাম (জুনিয়র), মাহবুব হোসেন, রাজীব দাস, দ্বীন ইসলাম ইমন, পুস্কর ক্ষীসা মিমো, আমিরুল ইসলাম, খলিলুর রহমান হৃদয়,মাইনুল ইসলাম কৌশিক, আহসান হাবিব, রিপন কুমার মহন্ত,মনোজ বাবু, রাকিবুল ইসলাম রাকিব ও আল নাহিয়ান শুভ।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’