Sunday, July 4th, 2021, 12:27 pm

করোনা আক্রান্ত ও উপসর্গে ১৪ জেলায় ৮৪ জনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ১৪ জেলায় আরো ৮৪ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় খুলনায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জনই আক্রান্ত ছিলেন। একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়া, একদিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ১৩ জন মারা গেছেন।

এদিকে, রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি দুইজন আক্রান্ত ছিলেন। এরমধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।