Sunday, April 17th, 2022, 8:35 pm

গঙ্গাচড়ায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের প্রধানগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। এর পর রেলি গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, এনামুল হক প্রমুখ।