Sunday, April 17th, 2022, 9:09 pm

পাকিস্তানের নতুন স্পিকার রাজা পারভেজ আশরাফ

অনলাইন ডেস্ক :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের জাতীয় পরিষদের ২২তম স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা রাজা পারভেজ আশরাফ। গত শনিবার তিনি শপথ নিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন ও জিও টিভি। স্পিকার পদের জন্য আশরাফ ছাড়া কেউই মনোনয়নপত্র জমা দেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদ লাভের পর পিএমএল-এন এর আয়াজ সাদিক আশরাফকে শপথ পাঠ করান। এরপর স্পিকারের চেয়ারে বসে আশরাফ সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁকে এই পদের যোগ্য মনে করার জন্য নিজ দলের নেতাদের ধন্যবাদ জানান তিনি। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পার্লামেন্টের অন্য সদস্যদেরও। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণের কয়েক মিনিট আগে পাকিস্তান পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন। তখন থেকে স্পিকারের পদ খালি ছিল।