Monday, April 18th, 2022, 7:41 pm

চাঁপাইনাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে উপজেলার রাজবাড়ি বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন, তুষার আলী (২৮), রতন আলী (২২), রুবেল (৩৫), রুবেল মিয়া (২৪) ও ফিরোজ মাহমুদ (৩০)। তাদের সবার বাড়ি উপজেলার রাজবাড়ি মোহাম্মদপুর এলাকায়।

র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল রবিবার রাত সোয়া ৭টার দিকে নাচোল উপজেলার রাজবাড়ি বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করে। সেই সঙ্গে পাঁচটি কম্পিউটার জব্দ করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘ দিন থেকে এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

—ইউএনবি