চট্টগ্রাম বন্দর থেকে যাওয়ার পথে পণ্যবাহী কন্টেইনারসহ একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মালবাহী ওই ট্রেনের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকাল ৪টা ২৫ মিনিটে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস জানায়, চট্টগ্রাম বন্দর থেকে মালামাল ভর্তি করে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল ওই মালবাহী ট্রেনটি। ১৫ বগির ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় আসলে ১১ নম্বর বগিটি উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বলেন, কন্টেইনারবাহী বগি উল্টে যাওয়ার খবর পেয়ে ‘উদ্ধার ট্রেনকে কল করা হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
—-ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী