Sunday, April 24th, 2022, 2:06 pm

দাগনভূঞায় আ’লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞা উপজেলা আ’লীগের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দীন।
সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালণায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের শ্রম উপ-কমিটির সদস্য আবুল বাশার, ফেনী জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, দাগনভূঞা পৌর আ’লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওমর ফারুক খাঁন, দাগনভূঞা উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল, শ্রমিক লীগ আহ্বায়ক রফিকুল ইসলাম লাভলু ও ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমুখ।