অনলাইন ডেস্ক :
আবারও ওয়েব সিরিজে অভিনয় করছেন মোশাররফ করিম। সিরিজের নাম ‘দৌড়’। এটি পরিচালনা করছেন রায়হান খান। এতে তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে আছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, উজ্জ্বল মাহমুদ প্রমুখ। মোশাররফ করিম জানান, রুহুল আমিন নামের একজন ব্যবসায়ীর অন্ধকার অতীত নিয়ে গড়ে উঠেছে এই ওয়েব সিরিজের কাহিনি, যা দর্শকের মনে ছাপ ফেলবে বলে তার ধারণা। ওটিটি প্ল্যাটফর্ম হইচই ঈদ উপলক্ষে ২ মে সিরিজটি মুক্তি দেবে বলে এর নির্মাতা জানান।

আরও পড়ুন
‘সুলতানাস ড্রিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান