Wednesday, April 27th, 2022, 9:05 pm

ফেনীতে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার প্রদান

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বুধবার সকালে দাগনভূঞা থানা প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে এ ঈদ উপহার তুলে দেন ফেনী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাশুকুর রহমানের সঞ্চালণায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম ও সোনাগাজী থানার অফিসার ইনচার্জ খালেদ দাইয়ান প্রমুখ।