Thursday, April 28th, 2022, 1:51 pm

বিশ্বে করোনায় একদিনে ৩ হাজার ২৯৯ মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্ব করোনায় একদিনে তিন হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬২ লাখ ২৮ হাজার ছাড়াল।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮১৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ২৮ হাজার ৮৯ জন। আগের দিন বুধবার মৃতের সংখ্যা ছিল ৬২ লাখ ২৪ হাজার ৭৯০।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯২ হাজার ৭২২ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৪৯৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ৬৫৪ জনে।