ফরিদপুরের সালথায় বুধবার রাতে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নিহত নান্নু ফকির যদুনন্দী গ্রামের বাসিন্দা।
ফরিদপুর পুলিশের সহকারী সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান জানান, উপজেলার যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্যা ও পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার সোনা মিয়ার সমর্থকদের মধ্যে একটি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয় এবং বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটের আঘাতে নান্নু ফকিরের মৃত্যু হয়েছে।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের