অনলাইন ডেস্ক :
পাঁচ বছর পর দিলেন প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব। ঈদ উপলক্ষে চ্যানেল টুয়েন্টিফোরের বিশেষ আয়োজন, ‘ভিসতা অ্যান্ড্রয়েট টিভি প্রেজেন্টেস কালার্স টুয়েন্টিফোর’-এ অতিথি হয়ে অনলাইনে যুক্ত হয়েছিলেন তিনি। ক্যারিয়ারের জনপ্রিয়তার মাঝে বিপ্লব কেন হঠাৎ পাড়ি জমিয়েছেন আমেরিকায়? কারও ওপর ছিল কি কোনো রাগ-ক্ষোভ-অভিমান? এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন এই সংগীতশিল্পী। শুধু তাই নয়, গীটার হাতে গেয়েছেন নিজের জনপ্রিয় গান। নাজমুল আলম রানার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহরিন জেবিন। এদিকে ঈদ উপলক্ষে বিপ্লবের নিজস্ব চ্যানেলে প্রকাশ পেয়েছে জেট ল্যাগ ভালোবাসা শিরোনামের একটি গান। ডুয়েট গানটিতে তার সহশিল্পী তানজিনা রুমা। অনুষ্ঠানে গানটির তৈরির পেছনের গল্প নিয়েও কথা বলেন বিপ্লব ও তানজিনা রুমা।

আরও পড়ুন
‘সুলতানাস ড্রিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান