অনলাইন ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জেলায় ৯০ জনের মৃত্যু হয়েছে। খুলনার চারটি হাসপাতালে করোনা ওয়ার্ডে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২১ জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, গেল ২৪ ঘন্টায় রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। এর মধ্যে রাজশাহীর ৭ জন, পাবনার ৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ২ জন করোনা আক্রান্ত, ১৭ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, রাজশাহীতে করোনা শনাক্তের হার ২১.৯২ শতাংশ।

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো