ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা নদী পার হওয়ার জন্য রবিবার ভোর থেকে হাজার হাজার ঘরমুখো যাত্রী পাটুরিয়া ঘাটে ভিড় করেছেন।
শত শত যানবাহন, বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের থাকা লোকজনও ফেরি ঘাটে আটকা পড়ে আছে। এলাকায় প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
এক কর্মকর্তা জানান, রবিবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের যানবাহন ও যাত্রীরা ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে। ‘অন্তত ২০০ বাস পাড়ে আটকা পড়েছে,’ বলেছেন তিনি।
ঘাটে কর্তব্যরত নৌপুলিশ জানান, ঘাট এলাকায় যানবাহন চলাচলের নিয়ন্ত্রণে কাজ চলছে। তাছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী যেন না ওঠেন সেই চেষ্টা করছে তারা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক মো. খালিদ নেওয়াজ বলেন, পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে তারা হিমশিম খাচ্ছেন।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহন ও যাত্রীদের ব্যাপক চাপ মোকাবিলায় ২১টি ফেরি চলাচল করছে।
—ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো