অনলাইন ডেস্ক :
ভারতের আসাম ও মেঘালয় সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম ও মেঘালয় সীমান্তে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
সকালে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সমকালের প্রতিনিধিরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন