Thursday, July 8th, 2021, 12:53 pm

দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক :

দুর্নীতির দায়ে ১৫ মাসের সাজাপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাপুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে দেখা যায়নি।

বুধবার মধ্যরাতে জ্যাকব জুমা কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজ বাসভবনের কাছে এক কারাগারে এ সাজা ভোগ করতে গিয়েছেন বলে তার ফাইন্ডেশন জানিয়েছে। আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমার ১৫ মাসের কারাদণ্ড হয়। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালতের দেওয়া ওই রায়ে জুমাকে স্বেচ্ছায় পুলিশে ধরা দিতে পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

এর আগে বুধবার মধ্যরাতের মধ্যে ৭৯ বছর বয়সী জুমা আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে সকালেই সতর্ক করে পুলিশ। রবিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানালে জুমাকে পরে সময়সীমা বেঁধে দেয়া হয়।