Thursday, July 8th, 2021, 5:56 pm

রংপুরে মাছ বাহি পিকআপ চাপায় আহত ২

জেলা প্রতিনিধি :

রংপুর নগরীর মর্ডান মোড় ধর্মদাস এলাকায় মাছ বাহি পিক আপের চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছে। আহত হয়েছে দুজন অটো যাত্রী। তাদের গুরতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করলে দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।
পুলিশ জানায় বৃহসপতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর মর্ডান মোড় ধর্মদাস এলাকায় রংপুর থেকে একটি অটোরিকশা রংপুরের মিঠাপুকুর যাচ্ছিলো এ সময় বিপরীত থেকে মাছ বাহি একটি পিকআপ পেছন থেকে অটো রিকশাকে চাপা দিলে ঘটনা স্থলেই অটো চালক কামাল হোসেন নিহত হয়। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে রংপুর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধিন আছে।
এদিকে দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আবারো যান চলাচল শুরু হয়।