অনলাইন ডেস্ক :
কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে কলম্বিয়া ও পেরু। এস্তাজো ন্যাসিওনাল দে ব্রাসিলিয়ায় ম্যাচ শুরু শনিবার ভোর ৬টায়।
ব্রাজিলের সাথে হেরে এবারের আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে গেল আসরের ফাইনালিস্ট পেরু। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনার কাছে হেরে সেমি থেকে বিদায় নেয়া কলম্বিয়া।
কোপার চলতি আসরে গ্রুপ পর্বের দেখায় পেরু ২-১ গোলে জিতলেও দু’দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড খাওয়া পেরুর উইঙ্গার আন্দ্রে কারেইও ফিরতে পারেন এই ম্যাচে।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’