দুর্নীতির দায়ে ১০ বছরের কারাদণ্ড ভোগ করা আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে কারাগার থেকে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, হাজী সেলিম বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় আদালতের নির্দেশে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে বিএসএমএমইউতে নেয়া হয়।
এর আগে রবিবার ঢাকার একটি বিচারিক আদালত হাজী সেলিমকে দুর্নীতির মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
আদালতে আত্মসমর্পণ করলে বিশেষ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন।
১০ ফেব্রুয়ারি তার ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ পাঠ্য প্রকাশিত হয়।
রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করতে বলেছে হাইকোর্ট।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে ২০০৭ সালে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের আইনজীবী খুরশীদ আলম বলেন, এই রায়ের পর সংবিধানের ৬৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী হাজী সেলিম এমপি থাকার যোগ্যতা হারিয়েছেন।
—ইউএনবি

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর