Tuesday, May 24th, 2022, 2:18 pm

বিশ্বে করোনায় মৃত্যু ৬৩ লাখ ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

সর্বশেষ বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ১০৬ এবং মোট মৃতের সংখ্যা ৬৩ লাখ এক হাজার ৮২১ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৫১ লাখ ১৩ হাজার ৯৬২ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ২৯ হাজার ১২১ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৪০ হাজার ৬৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৪৯০ জনে।