ফেনীর মহিপাল এলাকায় বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় মামলাটি করেন ভুক্তভোগী ওই তরুণী।
অভিযুক্ত পুলিশ সদস্য শরীফ উদ্দিন বাবলু (২৬) ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন।
মামলা সূত্রে জানা যায়, বিয়ের আশ্বাসে পুলিশ সদস্য বাবলু চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার ওই তরুণীকে ফেনীর মহিপাল এলাকায় একটি হোটেলে এনে বারবার জোরপূর্বক ধর্ষণ করে। ওই তরুণী তাকে সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে বাবলু অস্বীকৃতি জানায়। এতে ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন