Monday, June 6th, 2022, 8:33 pm

ডামুড্যায় যায়যায় দিন এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধিম, শরীয়তপুর:

ডামুড্যা উপজেলায় যায়যায় দিন ফ্রেন্ডস ফোরামের  ১৭ বছর পুর্তি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সোমবার ৬ই জুন সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানম, ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ শরীফ আহম্মেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, জেলা ইলেকট্রিক মিডিয়া সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি শহিদুজ্জামান, চ্যালেন আই এর জেলা সিনিয়র রিপোর্টার এস.এম. মুজিবর রহমান, ডিবিসির জেলা প্রতিনিধির ইছরাফিল, প্রাইম কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট এর পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, দৈনিক যায়যায় দিন এর উপজেলা প্রতিনিধি কালাম সরদারের সঞ্চনালয় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নান্নু মৃধা, দৈনিক নিউনিশনের প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোঃ নুরুল ইসলাম খোকন, এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মতিউর রহমান ও উপজেলা সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।