Wednesday, June 8th, 2022, 7:50 pm

রাজধানীতে ডিবিসি নিউজের প্রডিউসারের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে বুধবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক প্রডিউসারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুল বারী (২৮) ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সকালে স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত অবস্থায় বারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, বারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

—ইউএনবি