অনলাইন ডেস্ক :
বর্ণবাদের শিকার হয়েছেন ইউরোর ফাইনালে পেনাল্টি মিস করা তিন ইংলিশ ফুটবলার। বর্ণবাদের শিকার হওয়া তিন ইংলিশ ফুটবলার হলেন-মার্কাস রাশফোর্ড, জ্যাডন স্যানচো ও বুকায়ো সাকা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের তীব্র রোষানলে পড়েছেন তিন জনই।
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নিয়মিতভাবে ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বর্ণবাদের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইংলিশ খেলোয়াড়রা। অথচ ফাইনালে হারের পর সেই দলের খেলোয়াড়দেরই শিকার হতে হলো বর্ণবাদের। বিষয়টি কোনোভাবে মেনে নেয়া হবে না জানিয়ে ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। তদন্তেও নেমেছে তারা।
এদিকে, এই ঘটনার সমালোচনা করেছেন ইংল্যান্ড প্রধানমন্ত্রী বরিস জনসনও।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’