অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ২৯ হাজার ছাড়ালো। বৈশ্বিক ডাটা অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ৬৩৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ২৯ হাজার ৮৫৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৩০৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৫ হাজার ৬৭৫ জন।
রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৬৫ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৯ হাজার ৯৬১ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩২ লাখ পাঁচ হাজার ১০৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৪৭ জনে।

আরও পড়ুন
রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার
ট্রাম্পের অভিবাসন নীতি: রিপাবলিকানরা বিভক্ত, জনসমর্থনও কমেছে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২,৬৭৭ জন: মানবাধিকার সংস্থা