অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৩৯ হাজার ছাড়াল। বৈশ্বিক ডাটা অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ২০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৩৯ হাজার ৪৬৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৮১৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৮ হাজার ২৬৫ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩২ লাখ ৭০ হাজার ৫৭৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৮১৭ জনে।

আরও পড়ুন
রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার
সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০
ট্রাম্পের অভিবাসন নীতি: রিপাবলিকানরা বিভক্ত, জনসমর্থনও কমেছে