জেলা প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফার বাসা থেকে টিসিবির এক হাজার লিটার সয়াবিন তেল, ৫শ’ কেজি চিনি, ৫শ’ কেজি মুশুরি ডাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জে তার ঘর থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের এসব পণ্য আলমগীর হোসেন সবুজের মালিকানাধীন ডিলার প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজে ওঠানো হয়। রাতেই কালিগঞ্জ বাজারের দোকানে বিক্রয় করার জন্য আবুল হোসেনের বাসায় মজুদ রাখেন।
বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, স্থানীয়রা গোপন সূত্রে জানতে পেরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে বাকেরগঞ্জ থানার একটি টিম গিয়ে আবুল হোসেন খলিফার বাসা থেকে টিসিবির পন্য উদ্ধার করে।
এ বিষয় আবুল হোসেন খলিফা জানান, আলমগীর হোসেন সবুজ শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে তিনি টিসিবির পণ্য সংগ্রহ করে তার বাসায় রাখেন। সেখান থেকে সবুজ পরে পণ্যগুলো নিয়ে যাবে।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন