Wednesday, June 22nd, 2022, 12:27 pm

গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় বুধবার (২২ জুন) ভোরে আগুন লেগে পুড়ে গেছে কয়েকটি গোডাউনের ঝুট মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, ভোর পৌনে ৫টার দিকে ওই ঝুট গুদামে আগুন আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

—ইউএনবি