Saturday, June 25th, 2022, 1:30 pm

একদিনে বিশ্বে করোনায় মৃত্যু ১,৮৫১

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্ব করোনায় এক হাজার ৮৫১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৪৯ হাজার ছাড়াল। আগের দিন শুক্রবার মৃতের সংখ্যা ছিল ৬৩ লাখ ৪৭ হাজার ৫৬৭ জন।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৮২ লাখ ২৬ হাজার ৩২৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৪৯ হাজার ৪১৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৮৭ লাখ আট হাজার ৭০৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪০ হাজার ৬৪১ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৩ লাখ ৬২ হাজার ২৯৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯৫৪ জনে।