Saturday, June 25th, 2022, 7:47 pm

খুলনায় দুটি ট্রাকের সংঘর্ষে আহত ৫

খুলনার ডুমুরিয়ায় দুইটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ট্রাক চালক বাবুর অবস্থা খুব আশঙ্কাজনক।

ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব মোল্লা জানান,শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এবং সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী দুইটি ট্রাক ডুমুরিয়ার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা চালক ও তাদের সহকারীরা গুরতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কনি মিয়া জানান, দুর্ঘটনায় কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। আহতদের মধ্যে ড্রাম ট্রাক চালক বাবুর অবস্থা আশঙ্কাজনক।

—-ইউএনবি