অনলাইন ডেস্ক :
২০২০ সালে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর অবসরেই সময় পার করেছেন এরনেস্তো ভালভের্দে। ২০২২-এ এসে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন স্প্যানিশ এই কোচ। নতুন মৌসুমে ভালভের্দেকে দেখা যাবে আতলেতিকো বিলবাওয়ের ডাগ আউটে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালভের্দের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিলবাও। সর্বশেষ ২০১৭-এর মে থেকে ২০২০-এর জানুয়ারি পর্যন্ত বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব সামলিয়েছেন তিনি। তার অধীনে বার্সেলোনা জিতেছে দুটি লা লিগা শিরোপা, একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। তৃতীয় দফায় বিলবাওয়ের প্রধান কোচের দায়িত্ব নিলেন ভালভের্দে। এর আগে ২০০৩ থেকে ২০০৫ এবং ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন। এ ছাড়া ২০০২ সালে দলটির সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন। তার অধীনেই ২০১৫ সালে স্প্যানিশ সুপার কাপ জয় করে বিলবাও।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’